ad720-90

শর্টকাট ভাইরাস ডিলেট করুন স্থায়ীভাবে।(pc)


আসসালামুআলাইকুম,

টাইটেললেই জেনে গেছেন পোস্ট সম্পর্কে, শর্টকাট ভাইরাসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত।

শর্টকাট ভাইরাস কি??

এটা কি আসলে ভাইরাস???

“শর্টকাট ” কোন ভাইরাস নয় এটা মূলত একটি “VBS Script”।

 

শর্টকাট ভাইরাস প্রায় আমাদের কম্পিউটারে আক্রমন করে থাকে, আর বিশেষ করে এর আগমন ঘটে পেনড্রাইভ থেকে। তো এই টিউনে আমি দেখাব কিভাবে এর থেকে মুক্তি লাভ করা যায়।

নিচের স্টেপ গুলো ফলো করুন।

 

প্রথমে আপনার কম্পিউটারে RUN এ যান তারপর wscript.exe লিখে Enter করুন।

 

তারপর Stop script after specified number of seconds: এ 1 দিয়ে Apply করুন।

 

ব্যাস কাজ শেষ এবার থেকে পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে প্রবেশ করবে না।

 

আপনার কম্পিউটার যদি শর্টকাট ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে সে ক্ষেত্রে:

 

কী বোর্ডের Ctrl+Shift+Ese চাপুন।

 

তারপর Process ট্যাবে যান।

 

wscript.exe ফাইলটি সিলেক্ট করে

 

End Process এ ক্লিক করুন।

 

এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।

সার্চ করুন wscript লিখে।

 

wscript নামের যত ফাইল আসবে সব ফাইলগুলো Shift+Delete দিন।

 

কিছু ফাইল ডিলেট হবে না, যেই ফাইলগুলো ডিলিট হবে না ওইগুলো স্কিপ করে দিবেন।

 

এখন আবার RUN এ গিয়ে wscript.exe লিখে Enter করুন।

 

Stop script after specified number of seconds: এ 1 দিয়ে Apply করুন।

 

ব্যাস কাজ শেষ, আপনার কম্পিউটার এখন শর্টকাট ভাইরাস মুক্ত। এবার থেকে আপনার কম্পিউটারে অন্য কারো পেনড্রাইভ ঢুকালেও শর্টকাট ভাইরাস ঢুকতে পারবে না ।

 

আপনার পেনড্রাইভ যতি শর্টকাট ভাইরাসে আক্রানতিত হয় সেক্ষেত্রে যা করনীয় :

 

প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করান।

 

তারপর cmd তে যান।

 

এবার আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)

 

নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।

 

কোডঃ attrib -s -h /s /d *.*

 

ইন্টার প্রেস করুন।

 

এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?

 

এবার আপনার পেনড্রাইভে থাকা গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে ফরম্যাট করুন।

 

কাজ শেষ এবার আপনার পেনড্রাইভটি হয়ে গেল শর্টকাট ভাইরাস মুক্ত।

 

আপনার কম্পিউটারে এন্টিভাইরাস ইউজ করুন আর নিয়মিত আপডেট করুন তাহলে শর্টকাট ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন।

 

কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।

 

♠_______ধন্যবাদ________♠





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar