ad720-90

এবার ট্রিলিয়ন ডলারে অ্যামাজন, তারপর..


আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পর যুক্তরাষ্ট্রের তালিকাভূক্ত দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই তালিকায় নাম লেখালো অ্যামাজন।

চলতি বছর জুলাইয়ের হিসেবে মার্কিন শেয়ারবাজারে অ্যামাজনের মোট শেয়ার রয়েছে ৪৮,৭৭,৪১,১৮৯টি। সে হিসেবে প্রতি শেয়ারমূল্য ২০৫০.২৭ ডলার হলেই ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলকে পৌঁছে যায় অ্যামাজনের।

৪ সেপ্টেম্বর সকালে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারমূল্য প্রায় দুই শতাংশ বেড়ে সর্বোচ্চ ২০৫০.৫০ ডলার পর্যন্ত উঠেছে বলে উল্লেখ করা হয় বিবিসি’র প্রতিবেদনে। এই গেল মাসেই একই মাইলফলক অতিক্রম করেছে অ্যাপল।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত অ্যামাজন অনলাইনে সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান, এর প্রধান নির্বাহী জেফ বেজোস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যার ব্যক্তিগত মোট সম্পত্তির মূল্য ১৬ হাজার কোটি ডলারেরও বেশি।

ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান গ্লোবালডেটা রিটেইল-এর ব্যবস্থাপনা পরিচালক নিল সনডার্স বলেন, “বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। ২৪ বছরের কিছু বেশি সময়ে এটি করতে পারার বিষয়টি অসাধারণ।”

ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের প্রতিষ্ঠান তালিকায় লেখানো হলেও মঙ্গলবার লেনদেন শেষে এই তালিকায় ফের অ্যাপলকেই একা রেখে এসেছে প্রতিষ্ঠানটি। ওইদিন লেনদেন শেষে অ্যামাজনের প্রতি শেয়ারমূল্য ২০৩৯.৫১ ডলারে নেমে আসে, যার ফলে প্রতিষ্ঠানটি বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৯৯,৫০০ কোটি ডলার- খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

বর্তমানে অ্যাপলের বাজারমূল্য ১.১০ ট্রিলিয়ন ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar