ad720-90

পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট ‘থাকছে না’ নতুন আইফোনে


আগের বছর আইফোন X-এ টাচ আইডি বাদ দিয়ে ফেইস আইডি যোগ করে অ্যাপল। ধারণা করা হচ্ছিল নতুন বছরের আইফোনগুলোতে পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসানো হবে। কিন্তু সে ধারণা উড়িয়ে দিয়েছেন কুয়ো।

অ্যাপল বিষয়ে সঠিক তথ্য জানানোয় খ্যাতি রয়েছে কেজিআই সিকিউরিটিস-এর সাবেক এই বিশ্লেষকের।

কুয়ো তার নতুন গবেষণা নথিতে বলেন, চলতি বছর বা সামনের বছর নতুন আইফোনগুলোর পর্দার নিচে টাচ আইডি দেখা যাবে না– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

কুয়ো’র ধারণা মতে, অ্যাপল এমন সিদ্ধান্ত নিয়েছে কারণ ওলেড পর্দার ক্ষেত্রে এধরনের সেন্সরের ব্যবহার সীমিত। পুরো পর্দার বদলে শুধু একটি নির্দিষ্ট জায়গায় কাজ করে এটি।

সম্প্রতি গুজব শোনা গেছে নতুন গ্যালাক্সি এস১০-এ পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করবে স্যামসাং। ফলে প্রতিষ্ঠান দু’টির ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্ষেত্রে একটি বড় পার্থক্য হবে এটি।

এদিকে ১২ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এবারে নতুন তিনটি আইফোন উন্মোচন করা হতে পারে বলে আগেই আভাস পাওয়া গেছে।

নতুন এই ডিভাইসগুলোতেও টাচ আইডি’র বদলে ফেইস আইডি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar