ad720-90

থাই গুহার নায়ককে ফের মাস্কের আক্রমণ


মার্কিন এই প্রকৌশলী ও ধনকুবের এক
সাংবাদিকের কাছে আনসওয়ার্থকে নিয়ে ‘অশ্লীলভাবে তিরস্কার’ করেছেন ও ‘ভিত্তিহীনভাবে’
তিনি একজন ‘শিশু কন্যাকে’ বিয়ে করেছেন বলে দাবি করেছেন– বলা হয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেনট-এর
প্রতিবেদনে। শুধু তাই নয়, বাজফিড নিউজ-এর ওই সাংবাদিককে দেওয়া ইমেইলে মাস্ক আনসওয়ার্থকে
‘শিশু ধর্ষক’ ডেকেছেন বলেও জানিয়েছে বিবিসি।

মাস্ক এর আগে আনসওয়ার্থকে ‘পেডোফাইল
বা শিশু যৌন নিপীড়নকারী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। কিশোর ফুটবল দল উদ্ধারে মাস্ক-এর
প্রচেষ্টা নিয়ে বিদ্রুপ করেছিলেন আনসওয়ার্থ, এরপর থেকেই তাদের মধ্যে বাকযুদ্ধের শুরু।

এর আগে আনসওয়ার্থকে ‘পেডোফাইল’ ডাকা
নিয়ে ক্ষমা চেয়েছিলেন মাস্ক। কিন্তু এরপর সম্প্রতি আবারও তিনি আনসওয়ার্থকে নিয়ে এ ধরনের
মন্তব্য করলেন। 

আনসওয়ার্থ-এর আইনজীবীর কাছ থেকে আইনি
হুমকি পাওয়ার বিষয়ে মাস্ককে জিজ্ঞাসা করা হলে তিনি আরও ক্ষিপ্ত হন। বাজফিড প্রতিবেদক
রায়ান ম্যাক-এর কাছে এই মেইলে এর জবাব দিয়েছেন তিনি, রায়ান ম্যাক এই জবাবের পুরোটা
টুইটারে পোস্ট করে দিয়েছেন।

মাস্ক বলেন, “আমার পরামর্শ হচ্ছে
আপনি থাইল্যান্ডে চেনেন এমন লোকদের ডাকুন, আসলে কী হচ্ছে তা বের করুন আর শিশু ধর্ষকদের
সমর্থন করা বন্ধ করুন।” এ সময় ম্যাককেও আক্রমণাত্মক ভাষায়
সম্বোধন করেন মাস্ক।

নানা উদ্ভাবনী ধারণা দেওয়ার জন্য
বিখ্যাত মাস্ক আরও বলেন, “তিনি বয়স্ক, ইংল্যান্ড থেকে আসা একা একজন শ্বেতাঙ্গ যিনি
৩০ থেকে ৪০ বছর ধরে থাইল্যান্ডে ভ্রমণ বা বসবাস করছেন। অধিকাংশ সময়ে পাতায়া সৈকতে ছিলেন,
যতদিন না তিনি ১২ বছর বয়সী শিশু কনের জন্য চিয়াং রাই-এ যান।”

মাস্ক আরও বলেন, “মামলার এই হুমকি
আশ্চর্যজনকভাবে সামনে এলো যখন আমি এই বিষয়টি তুলে ধরেছি (এর আগে কিছুই পাঠানো হয়নি)।”
আনসওয়ার্থ তাকে মামলা করুক এমনটাই আশা করছেন তিনি।

এরপরের বার্তাগুলোতে মাস্ক তার ‘মিনি-সাব’-এর
সমর্থনে কথা বলা শুরু করেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar