ad720-90

পানির দরে আরও তিনটি স্মার্টফোন আনল Xiaomi


লাস্টনিউজবিডি,০৭ সেপ্টেম্বর,নিউজ ডেস্ক: বাজারে এসেই ইউজারদের মন জয় করেছিল সংস্থাটি (Xiaomi)৷ পরিবর্তিত সময়ের সঙ্গে এনেছে একের পর এক আপডেটেড মডেল৷ পকেট-ফ্রেন্ডলি ফোনের তালিকাতে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে Redmi 4, Xiaomi Redmi 5A৷ ধারাবাহিকতাকে বজায় রেখে চিনা সংস্থাটি নিয়ে আসছে আরও একগুচ্ছ নতুন মডেল৷ যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য Redmi 6A, Redmi 6, and Redmi 6 Pro৷ তিনটি সেটই লঞ্চ করছে ৫ সেপ্টেম্বর ।

সেট গুলি নিয়ে যদিও Redmi ব্যবহারকারীদের উন্মাদনার শেষ নেই৷ ভারতের মার্কেটে সস্তার ফোনগুলির দ্বিতীয়পর্ব নিয়ে আবারও হাজির চিনা সংস্থাটি৷ তিনটি সেটের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে Xiaomi Redmi 6 Pro৷ স্মার্টফোনগুলির দাম নিয়ে যদিও কোন তথ্য সামনে আনেনি সংস্থা৷ তবে গুজব, লঞ্চ হওয়া তিনটি সেটের দামই ১০,০০০ মধ্যেই থাকবে৷

রির্পোটের তথ্য অনুসারে, Redmi 6A ফোনটি আসলে Redmi 5A এর আপডেটেড ভার্সান৷ যেটিকে ভারতের সর্বাধিক বিক্রিত সেটগুলির মধ্যে একটি বলে ধরা হয়৷ ফোনটির দাম ছিল ৫,৯৯৯ টাকা৷ অনুমান করা হচ্ছে, Redmi 6 এর দাম থাকছে ৮,৪৯৯ টাকা৷ অন্যদিকে, ভারতে Redmi 6 Pro দাম শুরু হতে পারে ১১,৯৯৯ টাকা থেকে৷ এতো গেল দামের কথা৷ কিন্তু, নতুন কী আকর্ষণীয় ফিচারস থাকছে সেটগুলিতে?

Redmi 6A এবং Redmi 6 দুটি সেটেই থাকছে ৫.৪৫ ইঞ্চের ডিসপ্লে স্ক্রিন৷ ইন্টারনাল স্টোরেজ ছাড়াও ফোনগুলির স্টোরেজ এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব হবে৷ ক্যামেরাগুলিও থাকছে যথেষ্ট উন্নতমানের৷ অনেকেই আবার সেলফি তুলতে পছন্দ করেন৷ এই সেলফি ম্যানিয়াতে আক্রান্ত প্রায় কম বেশি সকলেই৷ আর গ্রাহকদের পছন্দকে গুরুত্ব দিয়েই সংস্থা ফোনগুলিতে যোগ করছে নিত্যনতুন ফিচারস৷ সেভাবেই নতুন মডেলগুলিতেও থাকছে সেলফি তোলার জন্য আধুনিক প্রযুক্তিতে তৈরি ফন্ট সেলফি ক্যামেরা৷

লাস্টনিউজবিডি/আঁখি



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar