ad720-90

চোরাই ডেটা চীনে পাঠানোয় অ্যাপ সরালো অ্যাপল


গোপনে গ্রাহকের অ্যাপ ডেটা ও ব্রাউজার হিস্ট্রি মজুদ করে চীনের একটি সার্ভারে পাঠানোয় ‘অ্যাডওয়্যার ডক্টর’ নামের অ্যাপটি ম্যাক অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

এক মাস আগেই বিষয়টি অ্যাপলকে জানিয়েছিলেন এক নিরাপত্তা গবেষক। ৭ সেপ্টেম্বর অ্যাপটি সরিয়ে নেয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ম্যাক অ্যাপ স্টোরে অ্যাপলের অনুমোদনের পাশাপাশি অসংখ্য পাঁচ তারকা রেটিং পেয়েছিল অ্যাপটি। ফাইনাল কাট প্রো এবং লজিক প্রো এক্স-এর মতো ম্যাক অ্যাপ স্টোরের শীর্ষ অ্যাপগুলোর সঙ্গে ছিল অ্যাডওয়্যার ডক্টর।

ম্যাক কম্পিউটার স্ক্যান করে ম্যালওয়্যার ও গোলমেলে ফাইলগুলো সরানোর কাজ করে অ্যাডওয়্যার ডক্টর।

অন্যান্য অ্যাপ ও চলমান প্রক্রিয়ার ডেটা পেতে ইউনিভার্সাল অ্যাকসেস গোপন করে ম্যালওয়্যার স্ক্যান হিসেবে সিস্টেমকে অনুরোধ করে অ্যাডওয়্যার ডক্টর। এর মাধ্যমে ব্রাউজার হিস্ট্রি এবং ডাউনলোড করা অ্যাপগুলো মনে রাখতে পারে অ্যাপটি।

অ্যাপলবিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সার্ভারটি এখন বন্ধ রাখা হয়েছে। চাইলে এটি আবারও চালু করা যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar