ad720-90

মাইক্রোসফট সারফেইস ইভেন্ট ২ অক্টোবর


প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে “আপনার সময়ের কিছু মুহুর্ত”। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে এই উন্মোচন অনুষ্ঠান– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানে নতুন হার্ডওয়্যার, সফটওয়্যার ও সেবা উন্মোচন করবে মাইক্রোসফট।

বেশ কিছুদিন ধরেই গুজব শোনা যাচ্ছে ‘অ্যান্ড্রোমিডা’ নামে দুই পর্দার একটি ডিভাইস বানাতে কাজ করছে মাইক্রোসফট। কিন্তু এবারের অনুষ্ঠানে ডিভাইসটি উন্মোচন করা হবে না বলেই ধারণা রয়েছে।

প্রতিষ্ঠানের বর্তমান সারফেইস ডিভাইসগুলোর আপডেটেড সংস্করণ আনা হতে পারে মাইক্রোসফট ইভেন্টে। সারফেইস প্রো’র নকশায় বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি। কিন্তু এই নকশা ২০১৯ সালের আগে প্রস্তুত হবে না বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এবারের ডিভাইসগুলোতে নতুন ইনটেল প্রসেসর যোগ করতে পারে মাইক্রোসফট। দুই বছর আগে উন্মোচন করা অল-ইন-ওয়ান পিসি সারফেইস স্টুডিও’র আপডেটেড সংস্করণও দেখা যেতে পারে এই অনুষ্ঠানে।

হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার ও সেবা নিয়ে বেশ কিছু ঘোষণা আসতে পারে এই অনুষ্ঠানে। ইতোমধ্যেই উইন্ডোজ ১০-এর আপডেট উন্মুক্ত করতে শুরু করেছে মাইক্রোসফট। উন্মোচন অনুষ্ঠানে উইন্ডোজ ১০-এর নতুন কিছু ফিচারও দেখানো হতে পারে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar