ad720-90

অ্যাপল মিউজিক দেখাবে সেরা শত গানের তালিকা


প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে আইওএস ১২ বেটা এবং ম্যাকওএস মোহাভি বেটা সংস্করণে অ্যাপল ১১৬টি তালিকা যুক্ত করছে। এই সবগুলো তালিকা অ্যাপল মিউজিক অ্যাপটির ‘ব্রাউজ’ সেকশনে ‘টপ চার্টস’-এর মধ্যে পাওয়া যাবে।

গান স্ট্রিমিং সেবাদাতা প্ল্যাটফর্ম স্পটিফাই কয়েক বছর ধরেই এই সেবা চালু রেখেছে। তবে প্রতিদ্বন্দ্বী অ্যাপল মিউজিকে এতদিন শুধু সেরা অ্যালবাম, প্লেলিস্ট, একক গান আর ভিডিওগুলোর তালিকা দেখাত। তবে এগুলো ব্যবহারকারীরা লাইব্রেরিতে সেইভ বা ডাউনলোড করে রাখতে পারতেন না।

অ্যাপল মিউজিক পরিচালিত হয় এমন সব দেশে ওই দেশের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর তালিকা দেখানো হবে। তবে সবগুলো তালিকা দেখার সুযোগ ব্যবহারকারীর অবস্থানের এলাকার উপর নির্ভর করবে বলে জানিয়েছে অ্যাপল।

ব্যবহারকারীরা এই তালিকাগুলো তাদের লাইব্রেরিতে যোগ করতে ও ডাউনলোড করতে পারবেন। শুধুই অ্যাপল মিউজিক স্ট্রিমিংয়ের উপর ভিত্তি করেই টপ ১০০ তালিকা বানানো হবে, যা প্রতিদিন প্যাসিফিক টাইম রাত ১২টায় আপডেট করা হবে।

অ্যাপল মিউজিকের অ্যান্ড্রয়েড অ্যাপে আসন্ন এক আপডেটেও এই তালিকা আনা হবে বলে জানিয়েছে অ্যাপল। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar