ad720-90

পুতিন সমালোচকের ভিডিও সরালো গুগল


ওই ভিডিওগুলোতে চাকরি থেকে অবসর নেওয়ার বয়স বৃদ্ধির বিরুদ্ধে ৯ সেপ্টেম্বর আন্দোলনে অংশ নিতে রুশ জনগণকে অ্যালেক্সি ন্যাভালনি আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।  

ন্যাভালনি’র এক সমর্থক এই প্রচারণা সরিয়ে নেওয়াকে “রাজনৈতিক সেন্সরশিপ” হিসেবে আখ্যা দিয়েছেন। 

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজ্ঞাপনদাতাদেরকে স্থানীয় আইন মেনে চলতে হবে। 

চলতি বছর অগাস্টে রুশ কর্মকর্তারা প্রযুক্তি জায়ান্টটিকে ভিডিওগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। রুশ নির্বাচনের আগে নীতিমালা অনুযায়ী এই কনটেন্টগুলো অবৈধ বলে জানায় তারা।

রুশ আইনে নির্বাচনের আগে ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে।   

এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়, “আমরা সরকারি কর্তৃপক্ষের পাঠানো সব ন্যায্য আবেদন বিবেচনা করি।”

“সেইসঙ্গে বিজ্ঞাপনদাতাদেরকে স্থানীয় আইন ও আমাদের বিজ্ঞাপনী নীতিমালা মেনে চলতে বলি।”

বর্তমানে রুশ পুরুষদের গড় আয়ুষ্কাল ৬৬ বছর। দেশটিতে ৯ সেপ্টেম্বর পুরুষদের চাকরির বয়স ৬০ থেকে ৬৫ ও নারীদের ক্ষেত্রে ৫৫ থেকে ৬০ করার পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। একই দিনে দেশটিতে আঞ্চলিক গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এ দিন আটশ’রও বেশি আন্দোলকারী আটক হয়েছেন, কাউকে আবার পেটানোও হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ওভিডি-ইনফো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar