ad720-90

(Sublime Text Review) । দ্রুত এবং সহজে কোডিং করার জন্য একটি পারফেক্ট টেক্সট এডিটর ।


আসসালামুআলাইকুম

T-800

Notepad++ , Brackets , UltraEdit , Htmlpad , HtmlKit এগুলো ছাড়াও ছোটখাট আরও অনেক টেক্সট এডিটর আমি ব্যাবহার করে দেখেছি। কিন্তু এখন সবগুলো সফটওয়্যার -ই আনইন্সটল অবস্থায় আছে । শুধু ইন্সটল করে রেখেছি আমার ফেভারিট Sublime Text কে । Performance,Lightweight,theme,extra feature সব দিক বিবেচনা করলে টেক্সট এডিটরগুলোর মধ্যে Sublime Text ই সবচেয়ে Best . এটা দিয়ে আপনি দ্রুত কোডিং করতে পারবেন যেকোন প্রোগ্রামিং লাঙ্গুয়েজে। অন্যান্য এডিটর চেয়ে এটা অনেক ফাস্ট।আপনি এটাতে প্যাকেজ ইন্সটল করে আরও দ্রুত কাজ করতে পারবেন। জনপ্রিয় কিছু প্যাকেজ হল Emmet, Css Snippets ইত্যাদি। ডিফল্ট ভাবে দুইটা থিম এবং পাঁচটা কালার স্কিম রয়েছে। থিমগুলো আমার কাছে অনেক ভাল লেগেছে। আপনার ভালো না লাগলে সমস্যা নাই, ইন্টারনেট থেকে আরও থিম ডাউনলোড করতে পারবেন। এটা দিয়ে আপনি একসাথে অনেকগুলো লেআউটে কাজ করতে পারবেন। চলুন একটু বিস্তারিত দেখি—

এই লিঙ্ক  থেকে প্রথমে Sublime Text এর লেটস্ট ভার্সন ডাউনলোড করে নিন–

তারপর ইন্সটল করে ওপেন করুন —

আরেকটা কথা সফটওয়্যারটি একটি প্রিমিয়াম সফটওয়্যার । তবে আপনি ফ্রীতেই সারাজীবন ইউজ করতে পারবেন কোন ক্র্যাক প্যাক ছাড়াই। দেখুন যে টাইটেল বারে দেখাচ্ছে UNREGISTERED . আপনি ইচ্ছা করলে register করতে পারবেন । এখান থেকে registration key ডাউনলোড করতে পারেন ।

Help > Enter License এ যান–

পেস্ট করে Use License এ ক্লিক করুন–

এখন আমরা এটাতে প্যাকেজ কনট্রোল ইন্সটল করব । প্যাকেজ ইন্সটল করতে হলে প্রথমে প্যাকেজ কনট্রোল ইন্সটল করতে হয়–

Tools > Install Package Control এ ক্লিক করুন তাহলেই ইন্সটল হয়ে যাবে ।

এখন আপনি যেকোন প্যাকেজ ইন্সটল করতে পারবেন ।

স্ক্রীনশট ফলো করুন–

প্যাকেজের নাম লিখে সার্চ করুন–

নিচের দিকে দেখুন ইন্সটলিং হচ্ছে-

এভাবে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এর Snippets Package , Color Picker , Live Preveiw ইত্যাদি প্যাকেজ ইন্সটল করতে পারবেন।

তারপর আপনি একসাথে দুইটি তিনটি লেআউটে কাজ করতে পারবেন । এভাবে কাজ করলে বেশি সুবিধা পাওয়া যায়।

এর জন্য View > Layout এ যান–

Emmet Package ব্যাবহার করে কিভাবে দ্রুত কোডিং করা যায় তা নিয়ে পরবর্তীতে বিস্তারিত পোস্ট করব ।

থিম চেঞ্জ করার জন্য Preference > Theme এ ক্লিক করুন । তারপর আপনার পছন্দ অনুযায়ী একটা সিলেক্ট ক্রুন।

থিম ডাউনলোড করার জন্য স্ক্রীনশট ফলো করুন–

 

Theme লিখে সার্চ করলে অনেকগুলো থিম আসবে সেখান থেকে আপনার পছন্দমত সিলেক্ট করুন। তাছাড়া কোড এডিট করেও কালার স্কিম চেঞ্জ করা যায়।

আজকে এ পর্যন্তই–

আবার নতুন কোন পোস্টে দেখা হবে–

আল্লাহ হাফেজ 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar