ad720-90

আরও অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ সরালো অ্যাপল


গ্রাহকের ব্রাউজিং হিস্ট্রি অন্যত্র পাঠানোর বিষয় সামনে আসার পর অ্যাপগুলো সরানো হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো’র তৈরি এই অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপগুলো গ্রাহকের ডেটা হাতিয়ে তা চীনের সার্ভার পাঠাচ্ছিল বলে অভিযোগ আনা হয়। যদিও এই দাবি অস্বীকার করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

ঠিক কী কারণে অ্যাপগুলো সরানো হয়েছে তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

আগের সপ্তাহে অ্যাপগুলোর এই আচরণ লক্ষ্য করেন এক নিরাপত্তা গবেষক। পরে অ্যাপলকে বিষয়টি জানানো হলে এমন পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি।

ম্যাক অ্যাপ স্টোর থেকে ট্রেন্ড মাইক্রো’র তৈরি তিনটি অ্যাপ সরিয়েছে অ্যাপল। এই অ্যাপগুলো হলো ড. ক্লিনার, ড. অ্যান্টিভাইরাস ও অ্যাপ আনইনস্টল।

ট্রেন্ড মাইক্রো’র এক বিবৃতিতে বলা হয়, “গ্রাহকের তথ্য চুরি ও তা চীনের সার্ভারে পাঠানো নিয়ে ট্রেন্ড মাইক্রো’র বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা একবারেই ভুয়া।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, ইতোমধ্যেই তারা তদন্ত চালিয়ে নিশ্চিত হয়েছে যে ড. ক্লিনার ও ড. অ্যান্টিভাইরাসসহ বেশ কিছু অ্যাপ ইনস্টলের সময় “একবারের জন্য ব্রাউজার হিস্ট্রির অল্প স্ন্যাপশট নেয়।”

নিরাপত্তার জন্যই এমনটা করা হয় বলে জানিয়েছে ট্রেন্ড মাইক্রো। গ্রাহক সাম্প্রতিক সময়ে অ্যাডওয়্যার বা অন্যান্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন কিনা তা বিশ্লেষণ করা হয় এর মাধ্যমে।

ইতোমধ্যেই অ্যাপ থেকে এই ফাংশনটি বাদ দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে ট্রেন্ড মাইক্রো।

একই অভিযোগে আগের সপ্তাহেই চীনা একটি অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ সরিয়েছে অ্যাপল।

আরও খবর-

চোরাই ডেটা চীনে পাঠানোয় অ্যাপ সরালো অ্যাপল
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar