ad720-90

নতুন সাফল্য পেলো প্রজেক্ট লুন


প্রজেক্ট
লুন-এর মাধ্যমে প্রান্তিক অঞ্চলগুলোতে ইন্টারনেট সেবা দেবে এমন বেলুন তৈরি করা হয়।
চলতি বছর জুলাইয়ে এই প্রকল্প অ্যালফাবেটের গবেষণা বিভাগ এক্স থেকে একটি স্বতন্ত্র ব্যবসা
হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এই
প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সরবরাহকারী বেলুনগুলো ভূমিতে থাকা কোনো একটি কেন্দ্র থেকে
ইন্টারনেট সংযোগ পায়। বেলুনগুলো জোঁট বেঁধে একটি থেকে আরেকটিতে এই সংযোগ পোঁছে দেয়
ও এগুলো আওতাধীন অঞ্চলগুলোতে ইন্টারনেট সেবা দেয়।

হাজার
কিলোমিটারে ছয় বেলুনের এই সাফল্য এখন পর্যন্ত এই উদ্যোগের সবচেয়ে বড় কৃতিত্ব বলে এক
ব্লগ পোস্টে জানিয়েছে প্রতিষ্ঠানটি, খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

প্রতিষ্ঠানটি
বলে, “মানুষের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে তারা পুরো জায়গা জুড়ে থাকে। আমরা যদি বেলুনগুলোর
একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ ছড়িয়ে দেওয়ার বিস্তৃতি বাড়াতে পারি, যেভাবে একটি কসমিক
সকার দল যেভাবে আকাশে বল আগাতে থাকে, আমরা আরও বেশি মানুষকে আওতায় আনতে পারব।”

২০১৯
সালে বাণিজ্যিকভাবে সেবা শুরুর পরিকল্পনা রয়েছে প্রজেক্ট লুন-এর।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar