ad720-90

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা বানাচ্ছে ফেসবুক!


লাস্টনিউজবিডি,১৪ সেপ্টেম্বর,নিউজ ডেস্ক: ঘৃণা ছড়ায় এমন আক্রমণাত্মক পোস্ট কমাতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক। এ ব্যবস্থা ছবি বা ভিডিওতে থাকা টেক্সট শনাক্ত করতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে।

ছবি বা ভিডিও থেকে লেখা নিয়ে তা লিখিত টেক্সট আকারে নিয়ে আসার টুল নতুন নয়, তবে আকার, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতিদিন শেয়ার করা ছবি আর প্লাটফর্মগুলোতে সমর্থিত ভাষার সংখ্যার কারণে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে- এমনটাই বলা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে।

রজেটা নামের এ এআই ব্যবস্থা দিয়ে ফেসবুক প্রতিদিন কার্যকরভাবে শত কোটিরও বেশি ছবি আর ভিডিও ফ্রেইমকে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে পারবে।

এ প্রক্রিয়ায় যাচাই শেষে কোনো কনটেন্ট নীতিমালা লঙ্ঘনকারী মনে হলে তা তাৎক্ষণিকভাবে নিচের দিকে নামিয়ে দেয়া হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘ছবির মধ্যে থাকা টেক্সট আর কোনো প্রসঙ্গে এটি বলা হয়েছে তা বুঝতে পারা আমাদের ব্যবস্থাগুলোকে সক্রিয়ভাবে অনুপযুক্ত কনটেন্ট আর ক্ষতিকর কনটেন্টগুলো শনাক্ত আর আমাদের সম্প্রদায়কে নিরাপদ রাখতে সহায়তা করে।’

লাস্টনিউজবিডি/মারুফ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar