ad720-90

বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ছাড়াল


দেশের
চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যাও দেশের মোট জনসংখ্যার কাছাকাছি,
প্রায় সাড়ে  ১৫ কোটি।

চলতি
বছরের অগাস্ট পর্যন্ত সময়ের তথ্য হিসেবে করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা
বিটিআরসির এক প্রতিবেদনে মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহকের এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার
কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে দেশে ইন্টারনেট
গ্রাহকের সংখ্যা নয় কোটি ৫ লাখ।

বিটিআরসির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি
টেলিযোগাযোগ খাতের একটি সাফল্য, ৯ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক অর্থ হচ্ছে ডিজিটাল
বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমরা অনেকদূর এগিয়ে গেছি।”

এর
মধ্যে মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন আট কোটি ৪৬ লাখ ৮৫
হাজার গ্রাহক।

ইন্টারনেট
সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন)
ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ৩৩ হাজার।

বিটিআরসির
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ওয়াইম্যাক্স ইন্টারনেটে ক্রমাগত আগ্রহ হারাচ্ছেন
গ্রাহকরা। অগাস্টে ওয়াইম্যাক্স গ্রাহক দাঁড়িয়েছে ৮৩ হাজারে, আট মাস আগে জানুয়ারিতেও
এই সংখ্যা ছিল ৮৮ হাজার।

বিটিআরসির
হিসাবে, অগাস্ট মাস নাগাদ চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৫ কোটি
৪১ লাখ ৭৯ হাজার।

সাত
কোটি ৭ লাখ ৯ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের পরে রয়েছে রবি, চার
কোটি ৬১ লাখ ৩২ হাজার গ্রাহক নিয়ে।

বাংলালিংকের
গ্রাহক তিন কোটি ৩৪ লাখ ৬৬ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা
৩৮ লাখ ৭৩ হাজার।

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar
Windows 10 Kaufen Windows 10 Pro Office 2019 Kaufen Office 365 Lizenz Windows 10 Home Lizenz Office 2019 Home Business Kaufen Windows 10 Lisans Office 2019 Mac Satın Al