ad720-90

ওয়ানপ্লাসে আসছে অ্যান্ড্রয়েড পাই


এই সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে স্মার্টফোনটিতে ‘অ্যাডাপটিভ ব্যাটারি’ ফিচার যোগ হবে। এই ফিচার ব্যবহারকারী কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করে তা শনাক্ত করে ওই অ্যাপ ব্যবহারে ব্যাটারি খরচের প্রাধান্য দেয়।

শুক্রবার ওয়ানপ্লাস-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ওয়ানপ্লাস মানুষকে সম্ভাব্য সর্বোত্তম হার্ডওয়্যার ও সফটওয়্যার অভিজ্ঞতা দেওয়ার ধারণায় চলে।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, “অ্যান্ড্রয়েড পাই প্ল্যাটফর্ম আপডেটের মাধ্যমে ওয়ানপ্লাস ৬-এ একদম নতুন অ্যান্ড্রয়েড পাই ইউআই, অ্যান্ড্রয়েড পি জেশ্চার ন্যাভিগেশন, রঙ বিশেষায়িত করার বর্ধিত সুযোগ ও অন্যান্য ফিচার আসছে।”

ওয়ানপ্লাস ৬-এর আগে আসা ওয়ানপ্লাস ৫টি আর ওয়ানপ্লাস ৫-এর জন্য অ্যান্ড্রয়েডের এই আপডেট আনতে চাচ্ছে প্রতিষ্ঠানটি, এমনটাই বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

চলতি বছর অগাস্টে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড পাই আনে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar