ad720-90

ভিডিও চ্যাটিং ডিভাইস ‘এ মাসেই আনছে’ ফেইসবুক


ভোক্তা
প্রযুক্তি পণ্যের বাজারে হানা দিতে এই ডিভাইস ফেইসবুকের প্রথম অস্ত্র হবে, এমনটাই বলা
হয়েছে আইএনএস-এর প্রতিবেদনে।  

নতুন
এই ডিভাইসের সঙ্গে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের অ্যামাজন ইকো শো-এর সাদৃশ্যের
কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। অ্যামাজন ইকো শো আর ইকো স্পট ডিভাইসে ভয়েস অ্যাসিট্যান্ট
অ্যালেক্সার মাধ্যমে দেওয়া অডিও অভিজ্ঞতার সঙ্গে ভিডিও যোগ করা হয়েছে। ইকো হোম ডিভাইসগুলো
মাইক্রোফোনযুক্ত স্পিকার হলেও, অ্যামাজন ইকো শো এবং স্পট-এ ডিসপ্লেও রাখা হয়েছে।

প্রতিবেদনে
বলা হয়, ফেইসবুক মূলত চলতি বছর মে মাসে আয়োজিত বার্ষিক এফ৮ ডেভেলপার সম্মেলনে এই পোর্টালের
ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারি ও ২০১৬
সালের প্রেসিডেন্ট নির্বাচন এই সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রুশ হস্তক্ষেপের মতো অভিযোগ
নিয়ে তোপের মুখে থাকার কারণে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা শেষ মূহুর্তে ওই সময়ে
ঘোষণা থেকে সরে আসেন।

এই
ডিভাইস তৈরি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

এই
ডিভাইসের দাম চারশ’ ডলারের মতো রাখা হতে পারে আর প্রায় তিনশ’ ডলারের মধ্যে ছোট একটি
সংস্করণ আনা হতে পারে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar