ad720-90

ইনস্টাগ্রাম ছাড়ছেন দুই সহ-প্রতিষ্ঠাতা


সোমবার
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, শত কোটি ব্যবহারকারী থাকা এই
প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছেন তারা। অদূর ভবিষ্যতেই তারা প্রতিষ্ঠান ছেড়ে যাবেন।
তবে এর পেছনে থাকা কারণ এখনও জানা যায়নি।

সিসট্রম
অবশ্য এক ব্লগ পোস্টে বলেন, তারা তাদের কৌতুহল আর সৃজনশীলতা বাড়াতে কিছু সময় কাজের
বাইরে থাকার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “নতুন কিছু বানাতে আমাদেরকে পিছিয়ে আসতে হয়,
বুঝতে হয়, কী আমাদের প্রেরণা যোগায় আর বিশ্বের যা দরকার তার সঙ্গে মিলে যায়; আমরা যা
পরিকল্পনা করছি এটা তাই।”

“শেষ
আট বছর ইনস্টাগ্রাম আর ছয় বছর ধরে ফেইসবুকের সঙ্গে কাজ করে মাইক আর আমি কৃতজ্ঞ।”

সিস্ট্রম
আরও বলেন, “আমরা ১৩ জনের একটি দল থেকে বিশ্বব্যাপী কার্যালয়গুলোতে এক হাজারেরও বেশি
জনের দলে পরিণত হয়েছি, এমন পণ্য বানাচ্ছি যা শতকোটিরও বেশি মানুষ ব্যবহার করছে ও ভালোবেসেছে।
আমরা এখন আমাদের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত।”

কেভিন
সিসট্রম ও মাইক ক্রিগার ২০১০ সালে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন। এই
দুজনের দেখা হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াকালীন।     পরবর্তীতে ২০১২ সালে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক
মাধ্যম ফেইসবুক ইনস্টাগ্রামকে কিনে নেওয়ার পরও এই দুই সহ-প্রতিষ্ঠাতাই ইনস্টাগ্রামকে
পরিচালনা করছিলেন। দু’জনেরই বয়স এখন ৩০।

এই
দুইজনের পদত্যাগের খবর এমন এক সময় এলো যখন ভুয়া সংবাদসহ নানা কেলেঙ্কারির অভিযোগে ফেইসবুককে
কড়া নজরদাড়ির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

ইনস্টাগ্রাম
সহ-প্রতিষ্ঠাতাদের চলে যাওয়া নিয়ে বিবৃতিতে দিয়েছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
ওই দুইজনকে “সমন্বিত সৃজনশীল মেধাবী” হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

জাকারবার্গ
বলেন, “আমি শেষ ছয় বছর ধরে অনেক কাজ শিখেছি আর সত্যিই তা উপভোগ করেছি।”

“তারা
পরবর্তীতে কী বানাবে তা দেখার জন্য সামনে তাকিয়ে আছি।”

চলতি
বছর ফেইসবুক ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হোয়াটসঅ্যাপ সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী
জান কুউম। ২০০৯ সালে প্রতিষ্ঠিত সংকেতায়িত মেসেজিং সেবাদাতা এই অ্যাপটিকে ২০১৪ সালে
ফেইসবুক কিনে নেয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar