ad720-90

ভারতে টিন্ডারে আলাপ শুরুর ক্ষমতা নারীর হাতে


বর্তমানে
শুধু ভারতের আইওএস ব্যবহারকারীদের জন্যই এই সুবিধা আনা হয়েছে, খবর আইএএনএস-এর।

টিন্ডার
ইন্ডিয়া-এর মহাব্যবস্থাপক তারু কাপুর এক বিবৃতিতে বলেন, “আমাদের নারী ব্যবহারকারীরা
যদি চান তো ‘মাই মুভ’ অপশনটি অন করে রাখতে পারেন। এর মাধ্যমে তারা সময়মতো প্রথম মেসেজ
পাঠানোর বিশেষ সুযোগ পাবেন। এর মাধ্যমে নারীরা সম্পৃক্ত হওয়ার উপায় বাছাইয়ে ব্যক্তিস্বাধীনতা
ও তাদের অভিজ্ঞতা নিয়ন্ত্রণের ক্ষমতা পান।”

এতদিন
পর্যন্ত এই ডেটিং প্ল্যাটফর্মে পুরুষ ও নারী উভয়কেই তাদের ম্যাচের প্রতি প্রথম বার্তা
পাঠানোর সুযোগ দেওয়া ছিল। মাই মুভ ফিচারে নারীরা চাইলে প্রথম মেসেজ দেওয়ার সুযোগ নিজের
হাতে রাখতে পারবেন। এর মানে হচ্ছে, ম্যাচ হলেও পুরুষরা আলাপচারিতা শুরু করতে পারবেন
না, যদি না নারীরা প্রথম বার্তাটি পাঠান।

চলতি
বছরের শুরুতে এই ফিচার আনার ঘোষণা দেওয়া হয়, এরপর থেকে এটি পরীক্ষা শুরু করে প্রতিষ্ঠানটি।

‘নারীবান্ধব’
বলে পরিচিত টিন্ডার-এর প্রতিদ্বন্দ্বী অ্যাপ বাম্বল-এ এই ফিচার ডিফল্ট হিসেবেই থাকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar