ad720-90

রাউড শেয়ার কোম্পানি ‘সহজ’ পেল দেড় কোটি ডলার বিনিয়োগ


 

সিঙ্গাপুর ও চীনের উদ্যোক্তাদের কাছ থেকে বাংলাদেশের অন্যতম অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা কোম্পানি ‘সহজ’ ব্যবসা বাড়াতে  দেড় কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে বলে টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এদের মধ্যে রয়েছে- সিঙ্গাপুরের গোল্ডেন গেইট ভেঞ্চারস কোহ বুন হোয়ি এবং চীনের লিনিয়ার ভিসি ও ৫০০ স্টার্টআপস।

২০১৪ সালে অনলাইনে বাস টিকেট বিক্রির কার্যক্রম শুরু করা সহজ ডটকম পরে ফেরির টিকেট বিক্রির সেবা এবং ২০১৮ সালে মোটরসাইকেল ও গাড়িতে ভ্রমণ সেবাও নিয়ে এসেছে।

সহজের সিইও মালিহা কাদির বলেন, তাদের কোম্পানি মাসে ১০ লাখ রাইড সেবা দিচ্ছে। এটার দ্বিগুণ করার পাশাপাশি ঢাকার বাইরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এর আগে সহজের দেশীয় প্রতিদ্বন্দ্বী ইন্দোনেশীয় গো-জেকের সমর্থনপুষ্ট পাঠাও বিনিয়োগকারীদের কাছ থেকে ১ কোটি ডলারের তহবিল পেয়েছে বলে টেকক্রাঞ্চেরই এক প্রতিবেদনে বলা হয়েছে।  খবর বাংলা।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar