ad720-90

পৌনে চার লাখ ডলারে বিক্রি হলো অ্যাপল-১


অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এই মেশিন-এর নকশা বানান। সে সময় ওজনিয়াককে এই মেশিন বিক্রির প্রক্রিয়ায় যেতে বোঝান অ্যাপলের আরেক সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। এরপর ১৯৭৬ সালে ৬৬৬.৬৬ ডলার দামে এই কম্পিউটার বাজারে ছাড়া হয়।

এখনও পর্যন্ত টিকে থাকা অল্পকিছু পুরো-কার্যকরী মডেলগুলোর মধ্যে নিলামে বিক্রি করা কম্পিউটারটি একটি বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

মঙ্গলবার বিবিসি-কে পাঠানো এক মেইলে ওজনিয়াক বলেন, “অ্যাপল-১ কম্পিউটারটি অ্যাপল-২ এর তুলনায় অনেক কম ক্ষমতাসম্পন্ন।

“কিন্তু এই অ্যাপল-১ কম্পিউটার বিশ্বকে সহজলভ্য ও দরকারি কম্পিটার তৈরির সূত্র দেখিয়েছে।”

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে এই নিলাম অনুষ্ঠিত হয়। তবে এর ক্রেতার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় প্রকাশ না করেই তিনি এই নিলামে অনলাইনে অংশ নেন।”

ওজনিয়াক এবং জবস বাজারে আনার এক বছরের মধ্যে প্রায় দুইশ’ অ্যাপল-১ কম্পিউটার বিক্রি করেছিলেন বলে ধারণা করা হয়। আর এজন্য ক্যালিফোর্নিয়ার পালো অল্টো-তে একটি স্থানীয় কম্পিউটারের দোকান-এর অবদান ছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

অ্যাপলের সঙ্গে সম্পৃক্ত নয় এমন এক অনলাইন নথির সূতমতে, বর্তমানে এই কম্পিউটার রয়েছে মাত্র ৭৯টি।

নিলাম আয়োজক প্রতিষ্ঠান আরআর অকশনস-এর ববি লিভিংস্টন বলেন, “এটি একটি বিস্ময়কর জিনিস– আর এটি কাজ করে!”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar