ad720-90

‘চার তারকা’ স্টোর খুলবে অ্যামাজন


অনলাইনে চার বা তার চেয়ে বেশি তারকা রেটিং পাওয়া পণ্যগুলোই কেবল বিক্রি করা হবে এই স্টোরে। এর মধ্যে থাকবে খেলনা, ঘরবাড়ির পণ্যসহ অন্যান্য জিনিস পত্র– খবর বিবিসি’র।

অ্যামাজন প্রাইম সেবার আওতায় থাকা গ্রাহকরা কম দামে পণ্য কিনতে পারবেন এই স্টোরে।

সাম্প্রতিক সময়ে ইট পাথরের দোকানের দিকে নজর দিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই স্টোরগুলো।

বর্তমানে ১৭টি বইয়ের দোকান রয়েছে প্রতিষ্ঠানটির। এ ছাড়া ক্যাশিয়ার ছাড়া স্বয়ংক্রিয় স্টোর নিয়েও পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

এবার নতুন চার তারকা স্টোরে অন্যান্য পণ্যের সঙ্গে বই, গেইম, রান্না ঘরের জিনিসপত্র এবং অ্যামাজনের নিজস্ব ইকো স্পিকার ও কিন্ডল ই-রিডার বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

নতুন এই স্টোরে অনলাইনে জনপ্রিয় ও ‘ট্রেন্ডিং’ পণ্যগুলোর জন্য আলাদা ব্লক সেকশন থাকবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar