ad720-90

আসুন দেখে নিই কিভাবে YouTube সাবটাইটেল তৈরি করতে হয়। সাবটাইটেল এর কারণে আপনার ভিডিওর View হবে আরও অনেক বেশি।


কেমন আছেন সবাই..? আশা করি অনেক ভাল আছেন সবাই। আমিও ভাল আছি। আজ কিভাবে YouTube videos এর সাবটাইটেল তৈরি করবেন। সাবটাইটেল এর ফলে ভিডিওর ভিউ অনেক বেশি পাওয়া যায়। এটা অনেকাংশে ফলপ্রদ, মানে সহজেই যে কেউ আপনার ভিডিও দেখতে আগ্রহি হবে।

সহজে বুজিয়ে দিচ্ছ!!!! মনে করেন আমরা যেহেতু বাংলাদেশি, তাই বাংলাতে ভিডিও বানাই, কিন্তু ভিডিও গুলো বাংলাদেশ ছাড়া অন্যকেউ বুজতে পারে না। ফলে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও ভিডিও টা ভিউ পায় না।

কিন্তু যদি বাংলার সাথে English Subtitle যোগ করা হয়, তাহলে অন্যান্যদ দেশের অনেকেই সহজে আপনার ভিডিও বুজতে পারবে এবং ভিউ বাড়ার সম্ভাবনাও অনেক বেশি। চলুন তাহলে নিয়ম টা দেখে নেয়া যাক, কিভাবে সাবটাইটেল তৈরি করবেন!!!!

Step-01:
প্রথমথই কোন ভাল Browser এ গিয়ে Desktop mod অন করুন। এবং YouTube এ আপনার Account টা Login করুন।

Step-02:
আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।

Step-03:
এখন My Channel এ ক্লিক করুন।

Step-04:
এখন Create Studio তে ক্লিক করে প্রবেশ করুন।

Step-05:
Video Manager এ ক্লিক করে যেকোন একটা Video এর Edit করুন।

Step-06:
এখন ডান পাশে উপরে দেখুন লিখা আছে SubTitles/CC. এটাতে ক্লিক করে ফেলুন।

Step-07:
আপনি কোন ভাষায় সাবটাইটেল বানাতে চান, তা সিলেক্ট করে ফেলুন।


Step-08:
এখন Ad a New Subtitle or CC তে ক্লিক করুন।
এবং ভাষা সিলেক্ট করুন।

Step-09:
Create New Subtitle or CC তে ক্লিক করুন।

Step-10:
এখন পাশে একটা Notepad দেখতে পাবেন, তাতে লিখুন, এবং আপনার ভিডিও তে তা Show/দেখাবে। সময়ের সাথে তাল মিলিয়ে পুরোটা লিখে ফেলুন। ঠিক আছে কিনা তা Play করে দেখে নিবেন বার বার।

Step-10:
সবশেষে Publish এ ক্লিক করে আপনার সাবটাইটেল টা Publish করে দিন।

এখন আপনার সাবটাইটেল দেখার জন্য উপযোগী। এভাবে বাংলা ভিডিওতে English SubTitle Add করুন, তাহলে অন্যান্য দেশ থেকে মোটামোটি ভাল ভিউ আসবে।

অবশেষে কথা হচ্ছে__ সবাই ভাল থাকবেন, দেখা হবে আরও, নতুন কোন টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar