ad720-90

হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না মোবাইল


হাত থেকে মোবাইল ফোন পড়ে গেলেও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবে। এমনই মোবাইল কেস ডিজাইন করেছে এক জার্মান শিক্ষার্থী।

অ্যাকটিভ ড্যাম্পিং নামের এই পদ্ধতির কারণে ফোন নির্দিষ্ট উচ্চতা থেকে মাটিতে পড়লেই এর সঙ্গে লাগানো চারটি স্প্রিংয়ের পায়া খুলে মাটিতে অবতরণ করবে। যা ফোনকে আচমকা আঘাত পাওয়ার হাত থেকে বাঁচাবে।

জার্মানির অ্যালেন বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী শিক্ষার্থী ফিলিপ ফ্রেনজেলের মাথায় এই ধারণাটি আসে। একবার তিনি ভুল করে মোবাইলসহ ​​তাঁর জ্যাকেট ছুড়ে ফেলেছিলেন। সিঁড়িতে ধাক্কা খেয়ে ফোন ভেঙে যাওয়ার পরে এই পদ্ধতির কথা তার চিন্তায় আসে।

এই কেসের চার কোনায় চারটি ধাতব স্প্রিং রয়েছে। মাটিতে ফোন পড়ার ঠিক আগের মূহুর্তেই স্প্রিংগুলো বেরিয়ে এসে ফোন মাটিতে পড়ার সময়ে গতিবেগ কমিয়ে দেয়। এর ফলে ফোনের গতিজাড্য সঙ্গে সঙ্গে স্থিতিজাড্যে চলে আসে।

বাজারে এখনও এই কেসটি আসেনি। একটি মাত্র পেটেন্ট আছে, যা কেবল ফ্রেনজেলের কাছেই রয়েছে। জার্মান মেকাট্রনিক্স সোসাইটি থেকে ফ্রেনজেকে সম্মানিতও করা হয়েছে। এখন অপেক্ষা কবে এটি বাজারে আসবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar