ad720-90

চুরির অভিযোগ অস্বীকার করলেন সাবেক অ্যাপল কর্মী


ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে ফেডারেল আদালতে অভিযোগ অস্বীকার করেন শিয়াওল্যাং ঝ্যাং নামের ওই কর্মী।

চলতি বছরের ৭ জুলাই চীনে যাওয়ার চেষ্টা করছিলেন ঝ্যাং। এ সময়ই গ্রেপ্তার করা হয় তাকে। শিয়াওপেং মোটর্স-এ যোগ দেওয়ার আগে অ্যাপলের গোপন ফাইল ডাউনলোড করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ফাইলগুলো ডাউনলোডের কথা এফবিআইয়ের কাছে স্বীকারও করেছেন ঝ্যাং। রাষ্ট্রপক্ষের কৌসুলি বলেন, বাণিজ্যিক গোপন তথ্য চুরির মামলা আনা হয়েছে তার বিরুদ্ধে। দোষী প্রমাণিত হলে তাকে ১০ বছরের জেল এবং আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা করা হতে পারে।

ঝ্যাং-এর আইনজীবী বলেন, সম্পত্তিসহ তিন লাখ ডলার মূল্যের জামিন নেওয়ার চেষ্টা করছেন তিনি।

এদিকে শিয়াওপেং মোটর্স-এর পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপলের গোপন তথ্য নিয়ে ঝ্যাং তাদের সঙ্গে কখনও যোগাযোগ করেছেন তারা এমন কোনো প্রমাণ পায়নি।

আরও খবর-

চীনে ‘যাচ্ছিলেন’ সাবেক অ্যাপল কর্মী
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar