ad720-90

৫ বিলিয়ন ডলার জরিমানা গুগলকে


মার্কিন টেকনোলজি কোম্পানি গুগলকে ৫ বিলিয়ন ডলার (৩.৪ লক্ষ কোটি) ফাইন করল ইওরোপিয়ান ইউনিনয় রেগুলেটার্স ৷ ইওরোপিয়ান কমিশনের মতে, গুগল তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মার্কেটের অপব্যবহার করছে ৷ বলা হয়েছে, গুগল, স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে অ্যান্ড্রয়েড ফোর্কড ভার্সনে চলতে পারে এমন ডিভাইস তৈরি করতে দেয়নি ৷

ফোর্কড ভার্সন অর্থাৎ ওপেন সোর্স অ্যান্ড্রয়েড যা সংস্থাগুলি নিজেদের মতো কাস্টোমাইজ করতে পারে৷ অভিযোগ আরও বলা হয়, বড় সংস্থা এবং মোবাইল নেটওয়ার্কগুলিকে নিজেদের হ্যান্ডসেটে গুগল সার্চ অ্যাপ দেওয়ার জন্যও টাকা দেয় গুগল ৷

গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটকে তাদের বিজনেস প্র্যাকটিস বদলে ফেলার জন্য ৯০দিন সময় ধার্য করা হয়েছে৷ বলা হয়েছে, এটা করতে সংস্থা ব্যর্থ হলে প্রতিদিনের টার্নওভারের পাঁচ শতাংশ জরিমানা হিসেবে ধার্য করা হবে৷ উল্লেখ্য, বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী, গুগলের সিইও সুন্দর পিচাই এই সিদ্ধান্তের বিষয়ে আগেই অবগত হয়েছেন৷

কেন এই জরিমানা?
যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন সেই সব গ্রাহকরা বিষয়টি সহজেই বুঝবেন ৷ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগলের অ্যাপ প্রথম থেকেই ইনস্টলড থাকে, এদিকে অন্য সংস্থাগুলির অভিযোগ, গ্রাহকদের এই ইনস্টলড গুগল অ্যাপই ব্যবহার করতে হয় কারণ সেগুলি প্রথম থেকেই ফোনে থাকে তাই ৷ এভাবে গুগল শুধু নিজেদের অ্যাপ ব্যবহারে বাধ্য করায় তাই নয়, সেই সঙ্গে নিজেদের বিজ্ঞাপনের টার্গেটও সেট করে নেয় ৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar