ad720-90

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের জন্য ওয়ার্ল্ড সামিট পুরস্কারের নিবন্ধন শুরু

ওয়ার্ল্ড সামিট পুরস্কার-২০১৮-এর জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন শুরু হয়েছে। এবার বাংলাদেশ পর্বে ওয়ার্ল্ড সামিট পুরস্কার ও বাংলাদেশি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান এমসিসি লিমিটেডের যৌথ উদ্যোগে এ নিবন্ধন ও বাছাইপর্বের কাজ হবে। নির্বাচিত উদ্যোগগুলো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সরাসরি বাংলাদেশ থেকে মনোনীত হবে।
ওয়ার্ল্ড সামিট পুরস্কারের মূল লক্ষ্য হচ্ছে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তির নতুন ধরনের সুযোগ-সুবিধাকে সমাজের সব মানুষের উপযোগী ও সহজলভ্য করে তোলা এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মানের ডিজিটাল অ্যাপ্লিকেশন উদ্যোগকে স্বীকৃতি দেওয়া।
এমসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি, বেসরকারি, প্রযুক্তিশিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তি এতে অংশ নিতে পারবেন। মোবাইল ও ওয়েবভিত্তিক অ্যাপ, এসএমএস-ভিত্তিক পণ্য, মোবাইল গেমস, ইন্টার‍্যাক্টিভ মোবাইল কনটেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি সম্পর্কিত প্রকল্প গ্রহণ করা হবে। লিংকটিতে ১০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar