ad720-90

ফেসবুকের নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট


সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকে রয়েছেন কোটি কোটি মানুষ ৷ কিন্তু এখনও অনেকেই এই প্ল্যাটফর্মের বাইরে ৷ আর এবার তাদেরকেও যুক্ত করতে, ফেসবুক নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট নিয়ে আসতে চলেছে বলে জানা গিয়েছে ৷

তবে শুধুমাত্র ফেসবুক নয়, এলন মাস্কের স্পেসএক্স এবং ওয়ানওয়েব-ও নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট তৈরির লক্ষ্যে রয়েছে ৷ ওয়ার্য়াডে প্রকাশিত খবর অনুযায়ী, ফেসবুক তাদের আথেনা প্রোজেক্ট বাস্তবায়িত করতে চলেছে ৷

ফেসবুকের মুখপাত্র জানান, নেক্সট্ জেনারেশনের ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচারে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই স্যাটেলাইট টেকনোলজি৷ প্রত্যন্ত এলাকায় যেখানে ইন্টারনেট পৌঁছতে পারে না সেখানেও এবার সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে৷ উল্লেখ্য, এর আগের দুটি প্রোজেক্টে সফল হয়নি ফেসবুক ৷

গত জুনে ফেসবুকের পক্ষ থেকে ঘোষণা করা হয়, বিশ্বের প্রত্যন্ত এলাকায় আকিলা নামক সোলার-পাওয়ার ড্রোনের সাহায্যে ইন্টারনেট পৌঁছে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তার থেকে সরে আসছে ৷ ফেসবুকের এই আকিলা প্রোজেক্টটি শুরু হয়েছিল ২০১৪সালে ৷

তবে ফেসবুকের নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইটে এবার বিশ্ববাসী যে আরও কাছাকাছি চলে আসবে তা বলাই যায় ৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar