ad720-90

সিঙ্গাপুরে বাড়ছে আইটিউনস ক্রেডিট কার্ড জালিয়াতি


মার্কিন
প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির বিনোদন অ্যাপ আইটিউনস। আইটিউনস স্টোরের মাধ্যমে মিউজিক
ও সিনেমা কিনতে পারেন গ্রাহক।

সিঙ্গাপুরে
বেশ কিছু গ্রাহক অভিযোগ করেছেন তাদের আইটিউনস অ্যাকাউন্ট থেকে বিল পাঠানো হয়েছে, কিন্তু
তারা আসলে এই লেনদেনগুলো করেননি- রোববার প্রতিবেদনে জানিয়েছে চ্যানেলনিউজ এশিয়া।

ওই
অঞ্চলে বেশ কিছু ব্যাংকের সঙ্গে লেনদেন করে থাকেন অ্যাপ গ্রাহকরা। এর মধ্যে ডিবিএস
এবং ওভারসি-চাইনিজ ব্যাংকিং কর্পোরেশন (ওসিবিসি) রয়েছে।

ভারতীয়
সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে শুধু ওসিবিবি ব্যাংকের গ্রাহকরাই
৫৮টি জাল লেনদেনের শিকার হয়েছেন।

ওসিবিসি
ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগের প্রধান ভিনসেন্ট ট্যান বলেন, “জুলাইয়ের শুরুতে আমরা
৫৮ জন কার্ডধারীর অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক লেনদেন  শনাক্ত করতে পেরেছি এবং তদন্ত করেছি। নিশ্চিতভাবে
এগুলো ভুয়া লেনদেন ছিল এবং এ ধরনের ঘটনা প্রতিহত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি
এবং আক্রান্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছি।”

ভুক্তভোগী দুই গ্রাহক জানিয়েছেন তারা একেকজন আইটিউনস-এর
জাল লেনদেনে অন্তত পাঁচ হাজার মার্কিন ডলার হারিয়েছেন

বিষয়টি
খতিয়ে দেখার কথা জানিয়েছে অ্যাপল সিঙ্গাপুর।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar