ad720-90

সূর্য ছোঁয়ার অভিযানে নাসা


যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নজিরবিহীন অভিযানের পথে যাত্রা শুরু করতে চলেছে। চন্দ্রের পর এবার সূর্যে অভিযান চালাবে সংস্থাটি।  ‘পার্কার সোলার প্রোব’ নামে একটি মহাকাশযান আগস্টের শুরুতেই সূর্যে অভিযান চালাবে বলে জানিয়েছে নাসা। লক্ষাধিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে সূর্যের করোনা অঞ্চলে ২৪ বার প্রদক্ষিণ করবে মহাকাশযানটি। সূর্যের বহির্বলয় ছুঁয়ে উড়ে যাবে মহাকাশযানটি। ইতিহাসে এই অভিযান নজিরবিহীন। এর আগে সূর্যের এত পাশ দিয়ে কোনো যান যায়নি। আকারে একটি গাড়ির সমান যানটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। সূর্যের অভ্যন্তরে চলা জটিল প্রক্রিয়া ও বিকিরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে ‘পার্কার সোলার প্রোব’। আর সেই তথ্য বিশ্লেষণ করে অনেক জটিল প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলেই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

সূর্যের ৪০ লক্ষ মাইল পাশ দিয়ে উড়ে যাবে নাসার মহাকাশযানটি। ভয়ানক উত্তাপ ও বিকিরণের মধ্যে দিয়েও পৃথিবীতে তথ্য পাঠাবে পার্কার সোলার প্রোব। তবে মার্কিন বিজ্ঞানীদের দাবি, অত্যাধুনিক ‘হিট শিল্ড’ যানটিকে অক্ষত রাখবে। আধুনিক কমিউনিকেশন প্যানেল পৃথিবীতে তথ্য পাঠাবে। সূর্যের আবহাওয়া কেমন- তা জানতে প্রায় ৬০ লক্ষ কি.মি. দূর থেকে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করবে নাসার মহাকাশযান। অভিযান সফল হলে, সৌরবায়ুর রহস্য, পৃথিবী প্রাণের উৎপত্তি নিয়ে বহু অজানা তথ্য জানা যাবে।

প্রসঙ্গত, সূর্যপৃষ্ঠের উষ্ণতা ৫৫০০ ডিগ্রি সেলসিয়াসের মতো। কিন্তু, পারিপার্শ্বিক অঞ্চলের উষ্ণতা প্রায় ২০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। সবকিছু ঠিকঠাক চললে আগস্টেই নতুন ইতিহাসের সাক্ষী হবে বিশ্ব।

নাসা জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ আগস্ট স্থানীয় সময় ভোর ৪টা ৮ মিনিটে সূর্যের উদ্দেশে মহাকাশে পাড়ি দেবে পার্কার সোলার প্রব। মার্কিন বিমানবাহিনীর সহায়তায় ‘ইউনাইটেড লঞ্চ এলায়েন্স’-এর ‘ডেল্টা-৪ হেভি’ রকেটে পাড়ি দেবে মহাকাশযানটি। ১৩ দিনের অভিযান শেষে ১৯ আগস্ট পৃথিবীতে ফিরে আসবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar