ad720-90

লন্ডনে কার্যালয় দ্বিগুণ করছে ফেইসবুক


নতুন
এই কার্যালয়ে ছয় হাজার ওয়ার্কস্টেশনের জায়গা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ব্রিটিশ
রাজধানীতে কী পরিমাণ নতুন কর্মসংস্থান তৈরি হবে তা স্পষ্ট করে জানায়নি সামাজিক যোগাযোগ
মাধ্যমটি। চলতি বছরের শেষ দিকে এখানে ২৩০০ কর্মী নিয়োগের আশা করছে প্রতিষ্ঠানটি। আগের
বছরেও লন্ডনে ৮০০ চাকুরি যোগ করেছে ফেইসবুক।

উত্তর
ইউরোপে ফেইসবুকের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ হ্যাচ বলেন, ওয়ার্কপ্লেইস সহযোগিতা এবং
অকুলাস ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের জন্য অ্যাপসহ ফেইসবুকের অনেকগুলো গুরুত্বপূর্ণ
পণ্য তৈরি করা হয়েছে লন্ডনে।

“আজকের
এই খবর যুক্তরাজ্যের প্রতি আমাদের অঙ্গীকার এবং আমাদের ব্যবসা ও যুক্তরাজ্যের অর্থনীতি
বৃদ্ধির প্রয়াশের প্রতিফলন,” বলেন হ্যাচ।

সামনের
বসন্তে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদা হতে যাচ্ছে যুক্তরাজ্য। এমন সময় ফেইসবুকের এই ঘোষণা
দেশটির মনোবল বাড়াতে সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar