ad720-90

জনপ্রিয় অনেক দেশি সাইটেই নেই এইচটিটিপিএস


শীর্ষ যেসব ওয়েবসাইটে এইচটিটিপিএস ব্যবস্থা নেই সেগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে নিরাপত্তা গবেষক ট্রয় হান্ট-এর ‘হোয়াই নট এইচটিটিপিএস?’ নামের ওয়েবসাইটে।  

বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যমগুলোর মধ্যে যেগুলো এইচটিটিপিএস-এ পরিবর্তিত হয়নি, সেগুলোর তালিকাও দেখা গিয়েছে এতে, রয়েছে নানা সরকারি ওয়েবসাইটের নামও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ওয়েবসাইট ইতোমধ্যেই এইচটিটিপিএস-এ পরিবর্তিত হওয়ায় এই তালিকায় নেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

‘নট সিকিওর’ বা অনিরাপদ তালিকায় থাকা দেশিয় সংবাদ সাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

>> বাংলাদেশ প্রতিদিন

>> প্রথম আলো

>> যুগান্তর

>> কালের কণ্ঠ

>> আরটিভি অনলাইন

>> এনটিভি

>> বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম

>> ইত্তেফাক

>> মানবজমিন

>> নয়া দিগন্ত

>> রাইজিং বিডি ডটকম

>> বাংলা ট্রিবিউন

>> সমকাল

>> দৈনিক শিক্ষা ডটকম

>> আমাদের সময়

>> সময় নিউজ ডট টিভি

একই তালিকায় থাকা সরকারি ওয়েবসাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

>> রাষ্ট্রীয় টেলিযোগাযোগ অপারেটর টেলিটক-এর সাইট টেলিটক ডট কম ডট বিডি

>> ইবোর্ডরেজাল্টস ডটকম

>> পোর্টাল ডটগভ ডটবিডি

>> বাংলাদেশ নির্বাচন কমিশন অধীনস্থ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত সাইট এনআইডিডাব্লিউ ডটগভ ডটবিডি

>> ঢাকা শিক্ষা বোর্ডের সাইট ঢাকাএডুকেশনবোর্ড ডটগভ ডটবিডি

>> যশোরবোর্ড ডটগভ ডটবিডি

>> কুমিল্লাবোর্ড ডটগভ ডটবিডি  

>> প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাইট ডিপিই ডটগভ ডটবিডি

>> মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্রগ্রাম-এর সাইট বিআইএসই-সিটিজি ডটগভ ডটবিডি

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

>> জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইট এনইউ ডটএডু ডটবিডি এবং এনইউ ডটএসি ডটবিডি

>> বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বুয়েট ডটএসি ডটবিডি

>> ব্র্যাক বিশ্বিবদ্যালয়ের সাইট ব্র্যাকইউ ডটএসি ডটবিডি

>> রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইট আরইউ ডটএসি ডটবিডি

এছাড়াও বিডিজবস ডটকম, জাগোবিডি ডটকম, টেন মিনিটস স্কুলের সাইট ১০মিনিটস ডটকম-এর নামও দেখা যায় এই তালিকায়।

আর খবর-

ক্রোমে ‘নট সিকিওর’ বার্তা নিয়ে যতকথা
 

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar