ad720-90

লালগ্রহে পানির দেখা মিলল


মঙ্গলে পানির সন্ধান পেলেন বিজ্ঞানীরা। অন্তত ২০ কিলোমিটার জুড়ে রয়েছে সেই জলাধার। লালগ্রহের ভূপৃষ্ঠে আইস ক্যাপের তলায় সেই পানির স্তর রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে পানির নিশানা পাওয়া গেলেও, এই প্রথম এতটা পানির চিহ্ন পেলেন গবেষকেরা।

এর আগে নাসার কিউরিওসিটিতে ধরা পড়েছিল পানির চিহ্ন। তবে বিজ্ঞানীরা দেখেছিলেন, এই গ্রহের আবহাওয়া অস্বাভাবিক ঠাণ্ডা হওয়ায় সবটাই জমে বরফ হয়ে গিয়েছে। এবার পানির সন্ধান পেয়েছেন, ইতালিয়ান ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্স। প্রফেসর রবার্তো ওরোসেই-এর গবেষণায় উঠে এসেছে সেই তথ্য। অন্তত এক মিটার নীচে সেই পানি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এক রাডার ইনস্ট্রুমেন্টে ধরা পড়েছে সেই জলের ছবি। একটি সিগন্যাল পাঠিয়ে পরীক্ষা চালানো হয়েছিল। একটি পোলার লেয়ারের নীচে অস্বাভাবিক কিছু দেখতে পান বিজ্ঞানীরা। একটি হালকা নীল রঙের কিছু দেখা গিয়েছে। সেটাই পানি বলে অনুমান।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar