ad720-90

বন্ধ হল ট্যুইটারের ১৪৩,০০০ অ্যাপ!


বিদ্ধেষপূর্ণ কার্যকলাপ রুখতে ট্যুইটারের নয়া পদক্ষেপ ৷ বেশ কিছু অ্যাপ আঘাত হানছে সংস্থার নিয়মনীতিতে ৷ এমনটাই মনে করছে কর্তৃপক্ষ ৷

সেই কারণেই প্রায় ১৪৩,০০০ অ্যাপকে অপসারণ করার সিদ্ধান্ত নিল মাইক্রো-ব্লগিং সাইট৷ কর্তৃপক্ষ ঘোষণায় জানায়, ব্যবহৃত টুলগুলিকে উন্নত করতে এবং সন্দেহজনক অ্যাপগুলিকে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

ক্লিন-অ্যাপ প্রক্রিয়ার অংশ হিসেবে মাইক্রো-ব্লগিং মাধ্যমটি সমস্ত উন্নয়নকারীদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নতুন উপায় ৷ বিষয়টিতে সংস্থার আধিকারিক জানান, ‘পরিষেবাটি ব্যবহারকারীদের থেকে পাবলিক ডেটা এবং উন্নয়নকারীরা মাধ্যমটিকে কাজের জন্য কীভাবে ব্যবহার করছে, সেই বিষয়ে স্বচ্ছতা এবং নিয়ন্ত্রন আনতে যথেষ্ট সাহায্য করবে৷’

সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, মে এবং জুন মাসে ট্যুইটার বন্ধ করেছে প্রায় ৭০ মিলিয়ন ভুয়ো অ্যাকাউন্ট৷ বর্তমানে, প্রায় ৩৩০ মিলিয়ন মানুষ ট্যুইটার ব্যবহার করছেন৷ সংস্থা আনছে একটি নতুন ডেভালপার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন প্রসেস৷ যেখানে স্প্যামি এবং লো-কোয়ালিটির অ্যাপগুলির রেজিস্ট্রেশন বাতিল করা হবে, সঙ্গে সর্ম্পকিত অভিযোগ এবং মামলাগুলিকে খতিয়ে দেখা হবে ৷

সংস্থা জানাচ্ছে, ‘ট্যুইটারের স্ট্যাণ্ডার্ড এবং প্রিমিয়াম এপিআইএসে অ্যাকসেস করার জন্য আসা সমস্ত নতুন অনুরোধগুলিকে যাচাই করা হবে নয়া পদ্ধতিতে ৷’ সিঙ্গেল ডেভালপার অ্যাকাউন্ট থেকে রেজিস্টার করা অ্যাপের সংখ্যাকে সীমিত করা হচ্ছে ৷

নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে রেজিস্টার করা দশটি অ্যাপ ব্যবহার করতে পারবেন ইউজাররা ৷ তবে, নতুনভাবে অ্যাপ রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন পড়বে অনুমতির, অন্যথা রেজিস্টার করা পুরনো অ্যাপগুলির থেকে ডিলিট করতে হবে একটি অ্যাপ৷ আগামী ১০ সেপ্টেম্বর নতুন নীতি নিয়ে আসবে ট্যুইটার৷ যেখানে, অনেকটাই বিপদমুক্ত থাকবেন গ্রাহকরা৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar