ad720-90

Sony-র নতুন Xperia XZ2, কী থাকছে এই ফোনে


সম্প্রতি লঞ্চ করেছে Sony-র Xperia XZ2। আগামী ১ আগস্ট থেকে Sony Xperia XZ2 বিক্রি শুরু হবে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশান আর দাম।

Xperia XZ2-এ রয়েছে Snapdragon ৮৪৫ চিপসেট আর Android ৮.০ Oreo অপারেটিং সিস্টেম।

ওয়াটার রেজিস্ট্যান্ট এই ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সঙ্গে রয়েছে Google Lens ফিচার।

Sony Xperia XZ2-তে উচ্চমানের ছবি তোলার জন্য রয়েছে মোশান আই প্রযুক্তি-সহ ১৯ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং-এর সঙ্গেই স্লো মোশান ভিডিও তোলার আকর্ষণীয় ফিচারও রয়েছে।

Sony Xperia XZ2-তে রয়েছে ৩১৮০ mAh ব্যাটারি সাপোর্ট যা Quick Charge 3.0-এর মাধ্যমে খুব দ্রুত চার্জ করা যাবে।

Xperia XZ2-তে রয়েছে ৬ জিবি RAM আর ৬৪ জিবি UFS ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটির দাম ৭২,৯৯০ টাকা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar