ad720-90

এই প্রথম ৪৮ এমপি ক্যামেরা সেন্সর নিয়ে আসছে Sony


স্মার্টফোন দুনিয়ার নয়া উদ্ভাবন, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর৷ উদ্ভাবনটিকে নিয়ে আসছে জাপানিজ সংস্থা Sony৷ যা প্রতিযোগিতার বাজারকে বাড়াল আরও একধাপ৷ চলতি বছরেই (সম্ভবত সেপ্টেম্বর) গ্রাহকরা পেতে চলেছেন পৃথিবীর প্রথম ৪৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ক্যামেরার সুবিধা৷

সংস্থা জানাচ্ছে, ‘আধুনিক স্মার্টফোন গুলিতে ভাল ছবির জন্য উন্নতমানের ক্যামেরার প্রয়োজন হয়৷ SLR ক্যামেরার নতুন প্রতিদ্ধন্ধী হিসেবে সোনির ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটি হাজির মার্কেটে৷ যেখানে স্মার্টফোনকে ব্যবহার করেই ইউজাররা সুন্দর, হাই রেজলিউশনের ছবি তুলতে পারবেন৷ ’

চলতি বাজারে হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সরযুক্ত (৪০ এমপি) দুটি সেট রয়ছে, Huawei P20 Pro এবং Nokia Lumia 1020৷ মার্কিনি সংস্থা Apple ক্যামেরা সেন্সরের যোগানের জন্য দীর্ঘদিন ব্যবহার করেছে এই জাপানি সংস্থাকে (Sony)৷ সংস্থার (Sony)নিজস্ব প্রযুক্তিকে ব্যবহার করেই বাজারে আনছে এই বিশেষ সেন্সর৷ আগামী সেপ্টেম্বরে ক্যামেরা সেন্সরটির বেশ কিছু স্যাম্পেল খুব কম দামে পেতে চলেছেন ইউজাররা৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar