ad720-90

টুইটারের আয়ে শুদ্ধি অভিযানের ধাক্কা


এই
খবর প্রকাশের পর টুইটারের শেয়ারমূল্য ১৯ শতাংশেরও বেশি পড়ে যায়।

সর্বশেষ
প্রান্তিকটিতে টুইটারের মোট আয় হয়েছে ৭১.১০ কোটি ডলার, যা আগের বছরের একই প্রান্তিকের
তুলনায় ২৪ শতাংশ বেশি। এর মধ্যে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনী খাত থেকে মোট আয় ৬০.১০ কোটি
ডলার, যা ২০১৭ সালের একই প্রান্তিকের তুলনায় ২৩ শতাংশ বেশি। মোট আয়ের মধ্যে ৩৬.৭০ কোটি
ডলারই এসেছে যুক্তরাষ্ট্র থেকে, বলা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।

টুইটারের
পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় এই সামাজিক মাধ্যমের
গড় দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১১ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে এই হার ছিল
১০ শতাংশ।

টুইটার
প্রধান নির্বাহী জ্যাক ডরসি বলেন, “দ্বিতীয় প্রান্তিকের ফলাফল প্রতিদিন আরও বেশি মানুষ
যাতে টুইটার থেকে তাদের মূল্য পায় তা নিশ্চিত করতে আমরা যে কাজ করছি তার প্রতিফলন।”

প্রতিষ্ঠানটির
পক্ষ থেকে বলা হয়, তারা টুইটারে প্রকাশ্য আলাপচারিতার মান আরও উন্নত করতে বিনিয়োগ অব্যাহত
রাখবে। সম্প্রতি টুইটার স্প্যাম প্রতিরোধ, ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা প্রতিষ্ঠান
স্মাইট-কে কিনে নিয়েছে। 

ডরসি
বলেন, “ব্রেকিং নিউজ আর অন্যান্য ঘটনা খুঁজে পাওয়া আর এগুলোর দিকে নজর রাখা মানুষের
জন্য সহজ করতে আমরা কাজ অব্যাহত রেখেছি, সেইসঙ্গে আলাপচারিতা ও ইভেন্টগুলো ব্যবস্থাপনা
করবে এমন মেশিন লার্নিং অ্যালগরিদম এনেছি।”

টুইটার
জানিয়েছে, ২০১৮ সালের মে মাস পর্যন্ত হিসেবে তারা প্রতি সপ্তাহে ৯০ লাখেরও বেশি সম্ভাব্য
স্প্যাম বা স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট শনাক্ত করেছে, ২০১৭ সালের ডিসেম্বরে এই অংকটা ছিল
৬৪ লাখ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar