ad720-90

ব্যাটারি দীর্ঘস্থায়ী করবে স্যামসাংয়ের নতুন মেমোরি চিপ


এই মেমোরি চিপ কার্যকরিতা বাড়িয়ে স্মার্টফোনের ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী করবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।

‘পাতলা ফোনগুলো দেখতে ভালো হতে পারে কিন্তু উচ্চ-মানের স্মার্টফোনগুলোর দীর্ঘস্থায়ী ব্যাটারি আরও বেশি ভালো কিছু হতে পারে।’- এই লক্ষ্যেই নতুন মেমোরি চিপটি বানিয়েছে স্যামসাং।

দ্বিতীয় প্রজন্মের ১০ ন্যানোমিটার ক্লাস ১৬জিবি এলপিডিডিআর৪এক্স মোবাইল ডির‍্যাম চিপে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই ৪২৬৬ এমবিপিএস ডেটা রেট রয়েছে, কিন্তু এর শক্তি খরচ কমেছে প্রায় ১০ শতাংশ।

স্যামসাং ইলেক্ট্রনিকস-এর মেমোরি বিক্রয় ও বিপণন বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট সেওন চুন বলেন, “নতুন কম শক্তি খরুচে চিপ চলতি বছরের শেষ দিকে বা ২০১৯ সালের শুরুর দিকে বাজারে আসা উচিত।”

স্যামসাংয়ের এমন উদ্যোগ প্রতিষ্ঠানের চিপ লাইনআপের জন্য একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই চিপের জন্য উৎপাদন ৭০ শতাংশ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar