ad720-90

এবার সার্ফবোর্ড আনলো টেসলা


এর
আগে সুড়ঙ্গ খননকারী প্রতিষ্ঠান ‘বোরিং কম্পানি’ ব্র্যান্ডেড হ্যাট এবং ফ্লেইম থ্রোয়ার
বিক্রি করেছেন মাস্ক। রোববার নিজেদের ব্র্যান্ডেড সার্ফবোর্ড উন্মোচন করেছে তার প্রতিষ্ঠান।
এই সার্ফবোর্ডের দাম বলা হয়েছে ১৫০০ মার্কিন ডলার– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ইতোমধ্যেই
হ্যাট, শার্ট, পাওয়ারব্যাংক এবং বাচ্চাদের চালানোর মতো গাড়ি বিক্রি করেছে টেসলা। এবার
এতে নতুন মাত্রা যোগ করতে সার্ফবোর্ড উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

লস্ট
সার্ফবোর্ডস এবং ম্যাট মেইহেম-এর সঙ্গে এই সার্ফবোর্ডটির নকশা করেছে টেসলার ডিজাইন
স্টুডিও।

পণ্যটির
বর্ণনায় বলা হয়, প্রতিষ্ঠানের গাড়ির মতো ফিনিশিং দেওয়া হয়েছে সার্ফবোর্ডে এবং এতে ব্যবহার
করা হয়েছে কার্বন ফাইবার। “মডেল এস, এক্স এবং ৩ গাড়ির বাইরে বা ভেতরে সহজেই রাখা যাবে
সার্ফবোর্ডটি।” এটির ওপরে এবং নিচে রাখা হয়েছে টেসলার লোগো।

সার্ফবোর্ডটি
খুবই সীমিত সংখ্যায় বিক্রি করা হবে। মাত্র ২০০টি বোর্ড বানাবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে
সবগুলো বোর্ড বিক্রিও হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যেসব
আগ্রহী ক্রেতা পণ্যটি অর্ডার করতে পারেননি তাদের জন্য আরেকটি সুযোগ থাকতে পারে ই-কমার্স
প্রতিষ্ঠান ইবে’র সাইটে। কিছু সার্ফ বোর্ড সম্ভবত সেখানে বিক্রির তালিকায় উঠবে। সেক্ষেত্রে
সার্ফবোর্ডটি কিনতে গ্রাহককে সম্ভবত গুণতে হবে ২০০০ থেকে ৫০০০ মার্কিন ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar