ad720-90

ছয় রঙে আসতে পারে আইফোন ৯


এবারে
জাপানি সাপ্লাই চেইন সাইট ম্যাকোটাকারা জানিয়েছে, অন্তত ছয়টি রঙে উন্মোচন করা হতে পারে
নতুন আইফোন ৯।

এর
আগে কেজিআই সিকিউরিটিস-এর বিশ্লেষক মিং-চি কুয়ো নতুন আইফোনের রং নিয়ে কথা বলেছেন। অ্যাপল
বিষয়ে সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে তার। কুয়োর ধারণা মতে সোনালী, কমলা, লাল, নীল,
সাদা এবং ধূসর রঙে বাজারে আসতে পারে পরবর্তী আইফোন।

ম্যাকোটাকারা’র
প্রতিবেদনেও অন্তর ছয় রঙের কথা বলা হয়েছে। কিন্তু রঙগুলোর নাম বলা হয়েছে ভিন্ন। সাদা,
কালো, ফ্ল্যাশ ইয়োলো, ইলেক্ট্রিক ব্লু, ব্রাইট অরেঞ্জ এবং তামাটে রঙের কথা বলা হয়েছে
প্রতিবেদনে।

ব্রিটিশ
ট্যাবলয়েড মিরর জানায় সেপ্টেম্বর ইভেন্টে তিনটি নতুন আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল।

ডিভাইসের
রঙ নিয়ে জানতে মিররের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি
প্রতিষ্ঠানটি।

এ বছরের
নতুন আইফোনগুলোর একটি হতে পারে অপেক্ষাকৃত কম মূল্যের আইফোন এসই, একটি আইফোন ৯ এবং
অন্যটি আইফোন X প্লাস।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar