ad720-90

পিএইচডি করতে যাচ্ছে ১৫ বছরের বিস্ময়বালক


তানিস্ক আব্রাহামমাত্র ১৫ বছর বয়সেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং পাস করেছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বালক তানিস্ক আব্রাহাম। গত জুনে ১৫ বছরে পা দেওয়ার কয়েক দিন আগে স্নাতক সম্পন্ন করে এ বিস্ময়বালক। এবার তার লক্ষ্য ‘পিএইচডি’র দিকে। তার অসাধারণ ফলাফলের ভিত্তিতে তাকে গবেষণার সুযোগ দিচ্ছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। পিটিআইয়ের এক খবরে এ তথ্য জানানো হয়।

ফক্স ৪০ নামের একটি ডিজিটাল চ্যানেলকে তানিস্ক বলেছে, ‘আমি খুব খুশি ও রোমাঞ্চিত। আমার অর্জনের জন্য গর্বিত।’

ভারতের কেরালা থেকে আসা তাজি ও বিজু আব্রাহামের সন্তান তানিস্ক। তাঁরা বলেন, ‘বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তাঁর ব্যাপক আগ্রহ। তাঁর সঙ্গে তাল মেলাচ্ছি আমরা।’

তানিস্ক একটি যন্ত্র তৈরি করেছে, যা পুড়ে যাওয়া রোগীর শরীর স্পর্শ ছাড়াই তার হৃৎস্পন্দন মাপতে সাহায্য করে। সাত বছর বয়সেই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার লুনার সায়েন্স ওয়েবসাইটে তার একটি রচনা প্রকাশ করা হয়।

তানিস্ক জানায়, ক্যানসারের কার্যকর চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের লক্ষ্যে কাজের আগ্রহ তার।

সংবাদমাধ্যমকে তানিস্ক বলে, ‘হ্যাঁ, আমি আরও অনেকের মতোই ক্যানসারের কার্যকর চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করতে চাই।’

ডাক্তারি পড়ার জন্য এর মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মতি পেয়ে গেছে তানিস্ক। সেখানে চার থেকে পাঁচ বছর মেডিসিনের ওপর লেখাপড়া করবে সে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar