ad720-90

অভিবাসীদের ডিএনএ তথ্য শেয়ার করছে কানাডা


সংস্থাটির
এমন পদক্ষেপ এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সাইটগুলোতে রাখা ডেটার প্রাইভেসি নিয়ে উদ্বেগ
সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর
প্রতিবেদনে বলা হয়, এই টুল কী পরিমাণে ব্যবহার করা হয় তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি
সংস্থাটি। কিন্তু দেশের অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে আছেন এমন ব্যক্তিদের
বেলাতেই এই টুল ব্যবহার করা হচ্ছে।

দুই
অভিবাসন আইনজীবীর সঙ্গে কথা বলার পর ভাইস নিউজ প্রথম এই সংবাদ প্রকাশ করে। তাদের মক্কেলের
ডিএনএ পরীক্ষার ডেটা ফ্যামিলিট্রিডিএনএ ডটকম-এর কাছে জমা দেওয়া হয়েছে।

সিবিএসএ-এর
মতে, এই টুলগুলো “তদন্ত কৌশলের অংশ” হিসেবে ব্যবহৃত হচ্ছে। অভিবাসীদের পরিচয় শনাক্তের
জন্যই এটি ব্যবহার করা হচ্ছে। সংস্থাটির এক মুখপাত্র বলেন, “ডিএনএ পরীক্ষা সিবিএসএ-কে
বিশেষ দেশগুলোর তদন্তে আরও মনযোগ দিতে সহায়তা করে।”

কারও
তথ্য সাইটে দেওয়ার আগে ওই অভিবাসীর অনুমতি নেওয়া হচ্ছে বলে জানায় সংস্থাটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar