ad720-90

আইফোন ৮-এর লজিক বোর্ডে ত্রুটি


অ্যাপলের
ঘোষণায় বলা হয়, উৎপাদনজনিত ত্রুটির কারণে ‘খুব অল্প সংখ্যক’ আইফোন ৮-এর লজিক বোর্ড
পরিবর্তন করতে হবে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

কম্পিউটিং
ডিভাইসের মূল প্রিন্টেড সার্কিট হলো লজিক বোর্ড। সিপিইউ, মেমোরি এবং অন্যান্য আরও অনেক
যন্ত্রাংশ বসানো থাকে এই বোর্ডে।

অ্যাপলের
পক্ষ থেকে বলা হয় আইফোন ৮-এর ত্রুটিপূর্ণ লজিক বোর্ডের কারণে ডিভাইস বারবার রিস্টার্ট
হচ্ছে, পর্দা আটকে যাচ্ছে বা ডিভাসটি পুরোপুরি চালু হতে বাধা পাচ্ছে।

শুধু
আইফোন ৮-এর লজিক বোর্ডেই এই সমস্যা দেখা গেছে। আইফোন X বা আইফোন ৮ প্লাসে এই ত্রুটি
দেখা যায়নি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে অস্ট্রেলিয়া,
চীন, হংকং, ভারত, জাপান, ম্যাকাউ, নিউ জিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি
করা আইফোন ৮ ডিভাইসগুলোতে এই ত্রুটি থাকতে পারে বলে জানানো হয়েছে।

আক্রান্তদের
জন্য তিনটি অপশন রয়েছে-অ্যাপল অনুমোদিত কোনো থার্ড পার্টি  বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের কাছে যাওয়া, মেরামতের জন্য
অ্যাপল সাপোর্ট-এ যোগাযোগ করা বা ডিভাইসটি দেখানোর জন্য অ্যাপল স্টোরে বুকিং দেওয়া।

মেরামতের
আগে আইফোন ৮ এর ডেটা আইক্লাউড বা আইটিউন্স-এ সংরক্ষণের পরামর্শ দিচ্ছে অ্যাপল। সেইসঙ্গে
হার্ডওয়্যারে কোনো সমস্যা থাকলে তা আগে ঠিক করে তারপর এই সেবার জন্য আনতে বলেছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar