ad720-90

প্রোক্সিমা বি গ্রহতে থাকতে পারে এলিয়েন, ধারণা বিজ্ঞানীদের


পৃথিবীর কাছে প্রোক্সিমা বি নামের এক গ্রহের সন্ধান পেয়েছেন বেশ কয়েকজন বৈজ্ঞানিক। যেখানে বিশাল সমুদ্র থাকার সম্ভাবনার কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা ৷ পাশাপাশি এই গ্রহে জীবনের অস্তিত্বের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না ৷

গ্রহটি পৃথিবী থেকে ৪.২ আলোকবর্ষ দূরে রয়েছে ৷ এটি আকারে পৃথিবীর প্রায় সমান বলে জানা গিয়েছে ৷ আর এতে তাপমাত্রা মোটামুটি -90 C থেকে 30 C-এর মধ্যে ৷

প্রসঙ্গত, প্রোক্সিমা বি-এর খোঁজ পাওয়ার পরেই তাতে পানি এবং জীবনের সন্ধান পাওয়া যায় কিনা সেই নিয়েও কাজ করতে শুরু করে দেন বিজ্ঞানীরা ৷ নাসার গোডার্ড ইনস্টিউট ফর স্পেস স্টাডিজ-এর মহাকাশ বিজ্ঞানী ডেল জেনিয়া জানান, তাঁদের গবেষণা থেকে এই গ্রহে জীবনের অস্তিত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ এখানে একটি বিশাল সমুদ্রও থাকতে পারে ৷

পাশাপাশি এও মনে করা হচ্ছে, এই গ্রহ তারায় ভরা, এখানে ২৪ঘন্টা দিন এবং ২৪ঘন্টা রাত ৷ যেখানে অন্ধকার সেখানে বরফ গলা জলও পাওয়া যেতে পারে ৷ একই সঙ্গে সেখানে এলিয়েন থাকার সম্ভাবনার কথাও বলা হচ্ছে৷ তবে এই প্রোক্সিমা বি-তে সমুদ্রের খোঁজ পাওয়া গেলে তা যে বৈজ্ঞানিকদের এক অন্যতম বড় আবিষ্কার হবে তা মনে করা হচ্ছে ৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar