ad720-90

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘সেন্ড মেসেজ’


হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! এবার ‘গ্রুপ অ্যাডমিন’দের হাতে আরো বেশি ক্ষমতা তুলে দিতে নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। নাম ‘সেন্ড মেসেজ’। 

এই ফিচার অনুযায়ী, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন যদি ‘সেন্ড মেসেজ’ অপশন অ্যাকটিভ করে দেন, তাহলে গ্রুপের বাকি সদস্যরা বিষয়টি শুধু দেখতে পারবেন, কিন্তু কোনো মন্তব্য করতে পারবেন না। শুধু তাই নয়, গ্রুপ অ্যাডমিনই তাঁর শেয়ার করা বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন।

গ্রুপ অ্যাডমিন যদি মনে করেন তাঁর শেয়ার করা বিষয়টি ডিলিট করতে হবে, তাহলে সেটি তিনি নিজেই ডিলিট করতে পারবেন। কিন্তু গ্রুপের অন্য সদস্যরা এই অধিকার পাবেন না।

গ্রুপ অ্যাডমিন এই ‘সেন্ড মেসেজ’ অপশনকে অ্যাকটিভ করতে চাইলে তাঁকে প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। তার পর হোয়াটসঅ্যাপ ‘সেটিংস’-এ গিয়ে ‘গ্রুপ ইনফো’ অপশন ক্লিক করতে হবে।

এর পর ‘গ্রুপ সেটিংস’-এ গিয়ে ‘সেন্ড মেসেজ’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ‘অনলি অ্যাডমিনস’ অপশনটা সিলেক্ট করলেই অ্যাকটিভ হয়ে যাবে ‘সেন্ড মেসেজ’।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar