ad720-90

এন্ড্রয়েড ফোনের খুব গুরুত্বপূর্ণ দুইটি টিপস | Techtunes


আজকাল আমরা সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করে আসছি। কিন্তু অনেকে এন্ড্রয়েড ফোনের সেটিং গুলো সঠিক ভাবে জানি না। আজ আপনাদের সাথে এন্ড্রয়েড ফোনের খুব গুরুত্বপূর্ণ দুইটি টিপস আপনাদের দেব।

তার আগে এন্ড্রয়েড ফোন সম্পর্কে কিছু কথা-

এন্ড্রয়েড হলো স্মার্টফোনের জন্য তৈরি এক ধরনের অপারেটিং সিস্টেম। যার মধ্যে একাধিক এপ্লিকেশনের মধ্যে সহজ যোগাযোগের জন্য মিডলওয়্যার (Middleware) ব্যবহৃত হয়ে থাকে ও কিছু বিল্ট-ইন এপলিকেশনও থাকে। কম্পিউটার বা ল্যাপটপ যেমন উইন্ডোজ এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭, লিনাক্স নামের বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলে তেমনি স্মার্ট মোবাইল ফোনের একটি অপারেটিং সিস্টেমের নাম এন্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি বাজারে নিয়ে আসে গুগল। এর আরো কিছু অপারেটিং সিস্টেম- নকিয়ার সিম্বিয়ান,  অ্যাপলের iOS,  মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ইত্যাদি।

এন্ড্রয়েড ফোনের নানান সেটিং রয়েছে যা না অত্যান্ত জরুরি, আমি নিয়মিত আপনাদের এন্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ কিছু সেটিং নিয়ে লেখালিখি করবো। আজ আপনাদের এন্ড্রয়েড ফোনের খুব গুরুত্বপূর্ণ দুইটি টিপস আপনাদের দেব-টিপস এক, টিপস দুই

  • 1. নাম্বার টিপসটিতে আপনারা জানবেন কিছু এন্ড্রয়েড ফোনের কোনো ফাইল লক/ পেটেন লক না খুলেই যে কারো ফোনে অাপনি প্রবেশ করবেন।
  • 2. নাম্বার টিপসটিতে আপনি এন্ড্রয়েড ব্যবহারকারীর জন্য অত্যান্ত চমৎকার একটি টিপ যার নাম স্কিন পিনিং।

আপনাদের সুবিধার জন্য দুই প্রামাণ সহ ভিডিও আমি তৈরি করেছি আপনারা দেখে আসুন-টিপস এক, টিপস দুই

অাশা করি আপনার উপকৃত হবেন,

আপনারা যারা নিয়মিত টেকটিউনস এর সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ।

আমি নিয়মিত আপনাদের জন্য কাজ করছি আমার ভুল ত্রুতি হলে মাফ করবেন পরামর্শ দিবেন এবং আমাদের সাথেই থাকবেন-

ইতি আপনাদের আদরের- সবুজ আহম্মেদ সুমন

আমার টিউন গুলো ভালো লাগলে অবশ্যই আমার টিউন বেশি বেশি জোসস করুন

আমার টিউন গুলো আপনার ‘টিউন স্ক্রিন’ নিয়মিত পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আমার টিউন গুলো সবার কাছে ছড়িতে দিতে অবশ্যই আমার টিউন গুলো বিভিন্ন সৌশল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন

আমার টিউন সম্পর্কে আপনার যে কোন মতামত, পরামর্শ ও আলোচনা করতে অবশ্যই আমার টিউনে টিউমেন্ট করুন

আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ‘টেকটিউনস ম্যাসেঞ্জারে’ আমাকে ম্যাসেজ করুন। আমার সকল টিউন পেতে ভিজিট করুন আমার ‘টিউনার পেইজ’



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar